| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তান কোনো দেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের সাথে সম্পর্কে রাখেনা : ড. মুহাম্মাদ নাঈম


আফগানিস্তান কোনো দেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের সাথে সম্পর্কে রাখেনা : ড. মুহাম্মাদ নাঈম


শেখ আশরাফুল ইসলাম     16 October, 2025     01:37 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মুহাম্মাদ নাঈম বলেছেন, কোনো দেশের বিপক্ষে গিয়ে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখে না আফগানিস্তান। 

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়।

বুধবার (১৫ অক্টোবর) কাবুলে চীনের রাষ্ট্রদূত ঝাও শিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. নাঈম বলেন, “ইমারাতে ইসলামিয়া তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় এবং কোনো দেশের বিপক্ষে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখে না।”

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে ড. নাঈম বলেন, “এই হামলা মানবতা, ইসলামি নীতি এবং প্রতিবেশী নীতির পরিপন্থী। এটি ছিল অন্যায় ও কাপুরুষোচিত আক্রমণ, যার যথাযথ জবাব দেওয়া হয়েছে।”

ড. নাঈম বলেন, “যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। ইমারাতে ইসলামিয়া সব দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে, ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে কেউ যদি আমাদের অধিকার ও মূল্যবোধে আঘাত করে, আফগান জাতি সেটিকে রক্ষা করাকে নিজেদের বৈধ অধিকার মনে করে এবং সে সক্ষমতাও রাখে।”

তিনি জোর দিয়ে বলেন, বিরোধ ও মতপার্থক্যগুলো যুদ্ধ বা সংঘর্ষের বদলে আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাধান করা উচিত।

আফগানিস্তান ও চীনের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক উল্লেখ করে ড. নাঈম চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ড. নাঈম।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত ইমারাতে ইসলামিয়ার নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চীনের পূর্ণ শ্রদ্ধা ও কাবুলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।

সূত্র : পাজক আফগান নিউজ